দেশনিউজ

পাকিস্তানী হামলায় শহীদ ভারতের তরুন জওয়ান, দেখা হল না স্ত্রীর কোলে তিন মাসের সন্তানকে

মাত্র ২৪ বছরের ছেলেকে হারিয়ে পরিবারের পাশাপাশি বাক্যহারা হয়ে গিয়েছে গোটা গ্রাম।

Advertisement
Advertisement

ফের এক শহীদের আত্মত্যাগ। সদ্য বাবা হয়েছেন। তিন মাসের একরত্তি মেয়েকে দেখতেও পাননি তিনি। কাশ্মীরে পাকিস্তানের গোলায় শহিদ হয়েছেন নদিয়ার তেহট্টর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সুবোধ ঘোষ। বিয়ের এক বছরের মাথায় স্বামীকে হারিয়ে দুধের শিশুটাকে বুকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্নায় ভাসছেন শহীদ জোয়ানের স্ত্রী অনিন্দিতা।

মাত্র ২৪ বছরের ছেলেকে হারিয়ে পরিবারের পাশাপাশি বাক্যহারা হয়ে গিয়েছে গোটা গ্রাম। মেয়ে হবার সময় গত জুলাইয়ে এক মাসের জন্য বাড়ি এসেছিলেন। আবার ডিসেম্বরে আসবেন বলে গিয়েছিলেন। তবে ডিসেম্বরে আর তিনি বাড়ি ফিরতে পারবেন না। তার আগেই সব শেষ। তাঁর আগমনের বদলে মৃত্যু সংবাদ এলো বাড়িতে।

খুব অল্প বয়সেই নিজের যোগ্যতায় ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন সুবোধ। গত বছর বিয়েও করেছিলেন। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলায় উরি সেক্টরে পাক বাহিনীর হানা শুরু হয়। আর এই গোলাগুলিতে ৫ ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন, এছাড়া ৬ জন নিরীহ গ্রামবাসীও নিহত হয়েছেন। যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতও। খতম হয়েছে পাক সেনাও।

Related Articles