নিউজঅর্থনীতি

আর নেই চিন্তা, এবার মেয়ের বিয়ের জন্য ২০ লক্ষ টাকা দেবে LIC! এভাবে করুন আবেদন

বর্তমানে দুর্মূল্যের বাজারে যেভাবে সমস্ত জিনিসের দাম বেড়েই চলেছে, তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের রীতিমতো নাভিশ্বাস হচ্ছে। আর এর মধ্যেই যদি আপনি কন্যাদায়গ্রস্ত পিতা হয়ে থাকেন তবে তো আর রক্ষে নেই। চারিপাশের আগুন ছোঁয়া দামের মধ্যে বিয়ের খরচ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষেরা। আর তাই এবার সেইসব মধ্যবিত্ত ঘরের বাবাদের কথা ভেবে LIC এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এক দারুন স্কিম।

চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

মেয়ের বিয়ের জন্য যদি প্রথম থেকেই অল্প কিছু করে সঞ্চয় করতে থাকেন তবে বিবাহের সময় খুব একটা সমস্যায় পড়তে হয় না পিতাদের। তাই এই সমস্যার সমাধান করতে LIC নিয়ে এসেছে তাদের ডটার ম্যারেজ প্ল্যান “LIC Kanyadan Scheme”। এই প্ল্যান এর মাধ্যমে আপনি আপনার সাধ্যমত অল্প পরিমাণে সঞ্চয় করলে মেয়াদ পূর্তির পর মোটা টাকা ফেরত পাবেন। যেকোনো দীর্ঘমেয়াদি স্কিমের চেয়ে এই স্কিমে ভালো অংকের রিটার্ন মেলে।

এই স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনি নূন্যতম প্রতিদিন ১০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ মাসিক ৩০০০ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। এই স্কিমে বিনিয়োগ করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ৩০ বছর এবং আবেদনকারীর মেয়ের বয়স হতে হবে ন্যূনতম ১ বছর। মেয়ের বয়স ২৫ বছর হওয়া পর্যন্ত এই স্কিমটি আপনি চালাতে পারবেন।

মেয়ের বয়স ২৫ বছর হলে ম্যাচিউরিটি বাবদ আপনি ২০ লক্ষ টাকা ফেরত পাবেন। আর এই ২৫ বছরের মধ্যে ২২ বছর পর্যন্ত আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে। কিন্তু ২২ বছর পর থেকে বাকি ৩ বছর টাকা দেওয়া হবে LIC এর পক্ষ থেকে। সুতরাং শেষ ৩ বছর কোনরকম টাকা দিতে হবে না আপনাকে। আপনি যদি চান এই স্কিমে টাকা বিনিয়োগ করতে তবে নিকটবর্তী কোনো LIC অফিস বা LIC এজেন্টদের সাথে যোগাযোগ করুন।