বর্তমানে চাকরি প্রার্থীরা চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে বসে রয়েছেন চাকরির বিজ্ঞপ্তির আশায়। এবার সেই চাকরি প্রার্থীদের জন্য এলো সুখবর। বর্তমানে প্রকাশিত হলো রাজ্যে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে জারি করা হলো চাকরির বিজ্ঞপ্তি। আজকের প্রতিবেদনে জানবো সেই বিজ্ঞপ্তি সম্পর্কে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি সহ নানা বিস্তারিত তথ্য।
সম্প্রতি রাজ্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা পুরসভায় “কোয়ালিটি ম্যানেজার” পদে লোক নেওয়া হবে। ইচ্ছুক ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করবেন সহ সমস্ত তথ্য জানানো হলো এই প্রতিবেদনে।
পদের নাম- কোয়ালিটি ম্যানেজার
শূন্যপদ- ১টি
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রাপ্ত BDS, Nursing, BAMS, BHMS, BUMS ও MBBS পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স- এই পদে আবেদন করবার জন্য ১লা ফেব্রুয়ারি ২০২৩ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন- ৪০,০০০-৬০,০০০ টাকা
আবেদন ফি- এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে কোনোরকম ফি দিতে হবে না
আবেদনের শেষ তারিখ- ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় নথিসহ আবেদন পত্র পাঠাতে পারেন নিম্নলিখিত ঠিকানায়-
Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation CMO Building. 5, S.N Banerjee Road, Kolkata- 700013.