সামনেই পুজো! আর পুজো উপলক্ষে আপামর বাঙালিরা কেনাকাটায় মেতেছেন। বাদ যাচ্ছেনা সোনার গয়নাও। অন্যদিকে পূজার মরশুমে টানা সাতদিন ধরে কমছে সোনার মূল্য। চলতি সপ্তাহের বৃহস্পতিবার পূর্বোক্ত সাত মাসের থেকে সবথেকে সস্তায় পৌঁছে গিয়েছিল সোনার দর। শুক্রবারও বৃহস্পতিবারের ধারা বজায় রেখে রেকর্ড দরের থেকে 5310 টাকা কম ছিল সোনার মূল্য। ফিউচার মার্কেটে আজকের দিনে সোনার দামে বেশকিছু অস্থিরতা দেখা গেলেও বর্তমানে 10 গ্রাম সোনার দাম 50,000 টাকার কিছুটা উপরে রয়েছে।
সোনার ফিউচার দরে খুব একটা হেরফের দেখা না গেলেও রুপোর ফিউচার দরে লক্ষ্য করা গিয়েছে ঊর্ধ্বগামীতা। অক্টোবারে ফিউচার মার্কেটে সোনার দর প্রতি 10গ্রামে 50000 টাকা হারে লেনদেন করছে। পাশাপাশি রুপোর দর 123 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে দাঁড়িয়েছে 58,150 টাকায়। ডিসেম্বর ফিউচারের জন্য এই স্তরে রয়েছে রুপার মূল্য। অন্যদিকে সারা দেশজুড়ে শুক্রবার বিভিন্ন শহরে সোনার দাম ছিল ভিন্ন ভিন্ন।
শুক্রবার দিন দেশের রাজধানী দিল্লিতে 22 ক্যারেট সোনার দাম 500 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি 10 গ্রামের হিসেবে দাঁড়িয়েছে 46,650 টাকায়। অন্যদিকে 24 ক্যারেট সোনার দরে এসেছে 540 টাকার বৃদ্ধি। ফলতঃ বর্তমানে 24 ক্যারেট দশ গ্রাম সোনার মূল্য দাঁড়িয়েছে 50,890 টাকায়। অন্যদিকে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার মূল্য 500 টাকা করে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 46,500 টাকায়।
অন্যদিকে মুম্বাইতে 24 ক্যারেট পাকা সোনার মূল্য 530 টাকা বেড়ে দাঁড়িয়েছে 50,730 টাকায়। এবার আসা যাক রাজ্যের রাজধানী কোলকাতা অর্থাৎ তিলোত্তমার বাজারে। আজকের দিনে 500 টাকা বেড়ে 22 ক্যারেট সোনার দশ গ্রামের মূল্য কলকাতার বাজারে দাঁড়িয়েছে 46,500 টাকায়। অন্যদিকে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার মূল্য রয়েছে 530 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 50,730 টাকায়!