দেশনিউজ

দেশজুড়ে ২০০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে SBI, রইলো আবেদনের সমস্ত খুঁটিনাটি

এবার জেনে নিন, আবেদনের সমস্ত খুঁটিনাটি-

Advertisement
Advertisement

চাকরির সুযোগ। ২০০০ প্রবেশনারি অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই চাকরিতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে। আর এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৪ ডিসেম্বর। প্রিলিম, মেন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

এবার জেনে নিন, আবেদনের সমস্ত খুঁটিনাটি-

শিক্ষাগত যোগ্যতা(৩১/১২/২০২০ অনুসারে):

১) প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

২) চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

শূন্যপদ-

মোট পদ- ২০০০

SC- ৩০০

ST- ১৫০

OBC- ৫৪০

EWS- ২০০

অসংরক্ষিত- ৮১০

বয়স সীমা:

১ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।

পরীক্ষার বিবরণ:

প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর,২০২০ এবং ২,৪ ও ৫ জানুয়ারি, ২০২১।

২৯ জানুয়ারি ২০২১ হবে মেন পরীক্ষা।

আবেদন ফি:

অসংরক্ষিত শ্রেণি ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ৭৫০ টাকা। SC/ ST প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।

Related Articles