SBI গ্রাহকদের সঞ্চয়ে কোপ! ফের সুদের হার কমালো ভারতীয় স্টেট ব্যাংক

Advertisement

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া(SBI)। গ্রাহকের সংখাতেও শীর্ষস্থানে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংক। মাত্র একমাস না যেতেই ফের কমালো ফিক্সড ডিপোজিটে সুদের হার। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারির ১০ তারিখে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে ছিল ব্যাংক কর্তৃপক্ষ। নতুন করে কমা সুদের হার কার্যকর হবে ১০ মার্চ থেকে।

Advertisements

নতুন সংশোধন অনুযায়ী কত হলো সুদের হার? দেখেনিন একনজরে- স্টেট ব্যাংকে ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল ৪.৫ শতাংশ। এবার তা কমে হলো ৪ শতাংশ। এক থেকে পাঁচ বছরের কম ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল ৬ শতাংশ। এবার তা কমে হল ৫.৯ শতাংশ। পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এই একই সুদ পাওয়া যাবে।

Advertisements

তবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি রেখেছে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে খবর, ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা যা সুদ পাবেন, প্রবীণ নাগরিকরা তার চেয়ে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।

Related Articles