whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ফের কমলো সুদের হার

করোনার জের লকডাউন দেশ। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের সরকার সহ সমস্ত নামিদামি সংস্থা। দেশের এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই আবারও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলো দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনার জের লকডাউন দেশ। বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের সরকার সহ সমস্ত নামিদামি সংস্থা। দেশের এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই আবারও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলো দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্থা ভারতীয় স্টেট ব্যাংক(SBI)। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমালো স্টেট ব্যাংক। এই বিষয়ে SBI-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমলো ২৫ বেসিস পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত

স্টেট ব্যাংকের এই সুদের হার কমানোর ফলে এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ পাওয়া যাবে ২.৭৫ শতাংশ। এর সঙ্গে কমছে মার্জিন্যাল কস্ট বেসড লেন্ডিং রেট (MCLR) এও সুদের হার। ৩৫ বেসিস পয়েন্ট কমছে এই সুদ। ব্যাংক কর্তৃপক্ষ সূত্রের খবর আগামী ১৫ই এপ্রিল থেকে কার্যকর হবে সেভিংস অ্যাকাউন্টের নতুন সুদের হার। অপর দিকে ১০ই এপ্রিল থেকে চালু হবে MCLR এর নতুন সুদের হার।

এতদিন পর্যন্ত MCLR- এর সুদের হার ছিল ৭.৭৫ শতাংশ। এবার তার থেকে ০.০১ শতাংশ কমে নতুন সুদ হবে ৭.৭৪ শতাংশ। প্রসঙ্গত, ২০১৯-২০ আর্থিক বছরে এই নিয়ে ১১ বার কমলো MCLR. নতুন সুদের হার লাগু হতেই সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ মিলবে ২.৭৫ শতাংশ হারে।