দেশনিউজ

অপেক্ষার অবসান, কেন্দ্র গ্রিন সিগন্যাল দিলেই ভারতে ১০ কোটি করোনা ভ্যাকসিন পাঠাবে রাশিয়া

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর অনুযায়ী, প্রাথমিকভাবে ১০ কোটি ডোজ স্পুটনিক ভ্যাকসিন ভারতকে দেবে রাশিয়া।

Advertisement
Advertisement

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। একবার গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই ভারতে করোনা ভ্যাকসিন পাঠাবে রাশিয়া। বুধবার রাশিয়ার ওয়েলথ ফান্ড এই খবর প্রকাশ করেছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর অনুযায়ী, প্রাথমিকভাবে ১০ কোটি ডোজ স্পুটনিক ভ্যাকসিন ভারতকে দেবে রাশিয়া। এই ভ্যাকসিন দেওয়া হবে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিকে।

প্রসঙ্গত, সারা বিশ্বের মধ্যে সব থেকে আগে করোনা ভ্যাকসিন তৈরী করে বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া। রাশিয়ার ৪০ হাজার মানুষের উপর এই ভ্যাকসিনের তৃতীয় তথা শেষ দফার ট্রায়াল চলছে। ভারতের সঙ্গে স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনের একটি চুক্তি হয়েছে রাশিয়ার। ইতিমধ্যেই ব্রাজিল, মেক্সিকো, কাজাখাস্তানে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে।

তবে সূত্রের খবর অনুযায়ী, বন্টন শুরু করার আগে অ্যাস্ট্রোজেনেকার মতোই স্পুটনিকের ট্রায়াল হবে। সেক্ষেত্রে ট্রায়াল এবং বিতরণ দুক্ষেত্রেই ভারতের নিয়ামক সংস্থার অনুমোদন বিশেষ জরুরি।

Related Articles