2000 Rupees Note Ban: ব্যাংকে জমা দিতে গেলেও শর্ত, না মানলেই ক্ষতি আপনার

Advertisement

বাতিল বাতিল বাতিল, ফের বাতিল ২০০০ টাকার নোট! ‘নোট বাতিল’ কথাটির সঙ্গে এর আগেই পরিচিত দেশের নাগরিক। তার কারণ ২০১৬ সালে ডিসেম্বরের ৮ তারিখ নাগাদ একটি ঘোষণাতে বাতিল করা হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। এর ফলে নাজেহাল হয়ে গিয়েছিল সাধারণ মানুষ। ব্যাংকে গিয়েও মিলছিল না সুরাহা। সেই আতঙ্ক আবারো ফিরে এসেছে আজ।

Advertisements

রিজার্ভ ব্যাংকের (RBI) আইন 1934-এর 24 (1) ধারা অনুযায়ী যখন ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করা হলো, তারপর থেকেই ছাপা শুরু হয়েছিল ২০০০ টাকার নোট। তবে ২০০০ টাকার নোটের ওপরও তেমন একটা ভরসা ছিল না সাধারণ মানুষের। তখনই গুঞ্জন রটেছিল যে ২০০০ টাকার নোটের মধ্যে লুকিয়ে রাখা হচ্ছে একটি ছোট্ট চিপ। এই চিপ দ্বারা খুব সহজে তথ্য ফাঁস করে নিতে পারবে। এর ফলে মানুষ ২০০০ টাকার নোট নিতে ইতস্তত বোধ করছিলেন।

Advertisements

আবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ঘোষণা করা হলো ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে। তবে এইবার সাধারণ মানুষের আতঙ্কের কোন কারণ নেই। তার কারণ হঠাৎ করেই বাজারে বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট। আপাতত বন্ধ করা হচ্ছে ২০০০ টাকার নোট ছাপা। এর ফলে সাধারণ মানুষের কাছে থাকা ২০০০ টাকার নোট বদলের সময় দেওয়া হয়েছে অনেকটাই।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৩শে মে থেকে শুরু করে চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যক্তি ব্যাংকে গিয়ে ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন। তবে একটি লিমিট রয়েছে। ২০,০০০ টাকার বেশি কেউ ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন না একদিনে। আর যদি এই মুহূর্তে ২০০০ টাকার নোট ডিপোজিট করে রাখেন, তবে ম্যাচুরিটি সময় তিনি আর সেই ২০০০ টাকার নোট পাবেন না। অন্য কোন নোট দেওয়া হবে তাকে। তাই আপনার কাছে যদি ২০০০ টাকার নোট থেকে থাকে, তবে খুব শীঘ্রই ব্যাংকের মাধ্যমে তা পরিবর্তন করার চেষ্টা করুন।

Related Articles