নিউজরাজ্য

সুন্দরবনের নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির বিশালাকার এক মাছ, মুহূর্তে ভাইরাল ছবি

Advertisement
Advertisement

পৃথিবীতে বিভিন্ন প্রকার আশ্চর্য ঘটনার সম্মুখীন হই আমরা। বিভিন্ন সময় আশ্চর্য বিষয়বস্তুগুলি ইদানিং অন্তর্জালের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার সাথে সাথেই এক ক্লিকেই সেগুলো ভাইরাল হয়ে বাকিদের কাছে চলেও যাচ্ছে। তাছাড়া জীবজগতে রয়েছে অসংখ্য অবাক করা বিষয়, তাই আমরা নিজেরা যদি তা দেখি আমাদের স্ক্রিনে তবে স্বাভাবিক ভাবেই তাকে ভাগ করে নেবো অন্যদের সাথে। সে কারণেই অদ্ভুত বিষয়বস্তুগুলি খুব সহজেই ভাইরাল হয়ে যায় ।

সেরকমই একটি ঘটনা ভাইরাল হলো। সুন্দরবনের এক মৎস্যজীবীর জালে ধরা পরল বিশাল আকৃতির এক মাছ। সুন্দরবনের হোগল নদী থেকে মাছ ধরতে গিয়ে এই বিশাল আকৃতির মাছটি তাঁর জালে ধরা পড়ে। সুন্দরবনের অনেক মানুষেরই জীবিকা মাছ ধরা। সেরকমই রুজি-রুটির খোঁজে মাছ ধরতে গিয়ে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল প্রকৃতির বিস্ময়।

সুন্দরবনের বাসন্তী জেলার ৬ নম্বর ব্লকের শিকারিপাড়ার বাসিন্দা মৎস্যজীবী চরণ হালদার। বাকিদের মতো মাছ ধরে রুটিরুজি অর্জন করেন তিনি। তেমনভাবে পুরন্দরপুর এলাকায় হোগল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর জালে আটকায় এক বিশাল ভারী মাছ।

চরণবাবু জানান, জাল ফেলার পর হঠাৎই তাঁর জাল খুব ভারী মনে হতে থাকে এবং জাল টেনে তুলতে খুব কষ্ট হয়। তিনি জালে কুমির পড়েছে ভেবে খুব সাবধানে জাল টেনে দেখে অবাক হয়ে যান। দেখেন, তাঁর জালে ধরা পড়েছে এক বিরল প্রজাতির বিশাল মাছ!

Related Articles