Weather Update: এক-দুদিনের মধ্যেই প্রবল বৃষ্টির সম্ভাবনা! স্বস্তির খবর জানালো হাওয়া অফিস

Advertisement

গরমের দাবদাহে রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। একপশলা বৃষ্টির আশায় যেন প্রাণ ওষ্ঠাগত। এরই মাঝে স্বস্তির খবর জানালো কেন্দ্রীয় মৌসম ভবন। কারণ, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। কোন কোন রাজ্যে বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আসুন তাহলে জেনে নেওয়া যাক।

Advertisements

অন্যান্য রাজ্য-সহ এই রাজ্যতেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই বেশি। এমনকি এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। গত সপ্তাহে যদিও তাপমাত্রা বেড়ে গিয়েছিল, তবে মাঝেমধ্যেই ঝড়-বৃষ্টির ফলে তা নিম্নমুখী হয়েছিল।

Advertisements

সকালের দিকে তীব্র রোদ থাকলেও বিকেলের দিকে তাপমাত্রা ছিল নিয়ন্ত্রণে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মৌসম ভবনের তরফ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার কথা জানানো হয়েছে।দেশের বেশ কয়েকটি রাজ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৪° পর্যন্ত বাড়তে পারে।

একইসাথে এও বলা হয়েছে যে ওড়িশা, মহারাষ্ট্র ছত্রিশগড়, মধ্যপ্রদেশের মতোন রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে চলেছে। এই কয়েকটি রাজ্যে কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তবে এবার স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর। যদিও এই রাজ্যে ঝড়-বৃষ্টির কোনো খবর জানা যায়নি।

Related Articles