আগামী ৫ দিন বৃষ্টিতে ভাসবে বাংলার এইসব জেলা, জানুন কোথায় কবে ঝেঁপে আসছে বৃষ্টি

গ্রীষ্মকাল না পরলেও তীব্র দাবদাহে গরমে নাজেহাল অবস্থা মানুষের। মার্চের প্রথম দিক থেকেই তীব্র গরম থেকে নিস্তার পাচ্ছিলেন না সারা বঙ্গবাসী। তবে খুব শীঘ্রই এই তীব্র গরম থেকে মিলবে নিস্তার এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। মার্চের প্রথম সপ্তাহ থেকেই কলকাতাসহ উওরবঙ্গেও পড়েছিল এই গরমের রেশ। তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি মানুষ পেতে চলেছেন কিছুটা স্বস্তি।
আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত অক্ষরেখার পরিবর্তনের কারণে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। যার কারণে 27 ও 28 শে মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। এছাড়াও আজ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
27 ও 28 শে মার্চ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দিনগুলি আকাশ মেঘলা থাকবে এসব অঞ্চলে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
রবিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দিনগুলোতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।