দেশনিউজ

ভারতবাসীর গর্বের মুহূর্ত, ‘ব্লু ফ্ল্যাগ ট্যাগ’ পেল পুরীর সি-বিচ

এবার পুরীর সি বিচ-সহ ভারতের মোট ৮ টি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেলো।

Advertisement
Advertisement

করোনা কালেও ভারতীয়দের জন্য এক ভালো ও গর্বের মুহূর্ত। তবে শুধু গর্বের নয়, প্রতিটি ভারতবাসীর কাছে এটা আনন্দের মুহূর্ত। এবার পুরীর সি বিচ-সহ ভারতের মোট ৮ টি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেলো। পরিবেশবিদরা বলছেন যে ভবিষ্যতে এই ইকো ট্যাগ সৈকতগুলির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

এই Blue Flag certification হল এটি একটি আন্তর্জাতিক সংশাপত্র। ডেনমার্কের ফাউন্ডেশান ফর এনভায়রনমেন্ট এডুকেশানের তরফে এটি দেওয়া হয়। তবে এই সংস্থার পক্ষ থেকে মোট ৩৩ টি শর্ত থাকে। যেই বিচ এই ৩৩ টি শর্তই পূরণ করতে পারবে সেক্ষেত্রে শংসাপত্র মিলবে। ওড়িশায় দিগবেনীতে ফেয়ার হোটেল থেকে ৮৭০ মিটার এলাকা জুড়ে ওয়ার্ল্ডব্যাঙ্কের সহায়তায় এমনি একটি বিচ গড়ে তোলা হয়েছিল।

শর্ত অনুযায়ী এই বিচে রয়েছে সোলার লাইটিং সিস্টেম, বসার জায়গা, জগিং এরিয়া, সেফ সুইমিং জোন, ওয়চ টাওয়ার, শাওয়ার রুম। আর এই বিচ তৈরি করতে পরিবেশ দফতর ও রাজ্য বনদফতরের খরচ হয়েছে ৭.৮৮ কোটি টাকা।

Related Articles