দেশনিউজ

লাদাখে সংঘাতের জেরে ভারতে নিষিদ্ধ হল PUBG সহ ১১৮টি চীনা অ্যাপ

দেশে নিষিদ্ধ করা হল পাবজি সহ আরও ১১৮ টি চীনা অ্যাপ।

Advertisement
Advertisement

আবার মোদী সরকারের ডিজিটাল স্ট্রাইক। দেশে নিষিদ্ধ করা হল পাবজি সহ আরও ১১৮ টি চীনা অ্যাপ। মূলত দেশের নিরাপত্তার কথা ভেবেই কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। এর আগেও দুইবার চীনের প্রায় ১৫০ টি অ্যাপ ব্যান করেছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় ছিল জনপ্রিয় অ্যাপ টিকটকও। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হওয়ায় এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে প্রথমে ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করা হয়েছিল। পরে আরও ৮৭ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেই জল্পনা শুরু হয়েছিল যে এবার কি তাহলে PUBG ব্যান হবে? সেই জল্পনা এবার সত্যি হল। লাদাখের সাথে নতুন সংঘাতের পরেই ভারতে PUBG সহ ১১৮ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এই চীনা অ্যাপ নিষিদ্ধ হবার কারণ হিসাবে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছে।

কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে যে চীনকে ভাতে মারতেই ভারত এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্র জানিয়েছে যে দেশের সুরক্ষা, নিরাপত্তা , সার্বভৌমত্ব রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles