রাজনীতিরাজ্য

রাজ্যে জারি হবে রাষ্ট্রপতি শাসন? বঙ্গ সফরে স্পষ্ট করলেন অমিত শাহ

Advertisement
Advertisement

রাজ্যে বিগত এক বছরে আইনি ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। বারংবার শাসকদলের হাতে আক্রান্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেদের দলের প্রচারে নেমে। শুধু আহত হওয়াই নয়, অনেক কর্মীকে প্রাণও দিতে হয়েছে শুধুমাত্র দলের কাজ করার অপরাধে, শাসক দলের সঙ্গে সংঘাতে।

শনিবার রাজ্যে ছিলো ভারতীয় জনতা পার্টির নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। সেখানে তিনি বিগত সন্ত্রাসের কথা তুলে ধরেন। তুলে ধরেন জে পি নাড্ডার উপর আক্রমণের কথাও। এমতাবস্থায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা এ বিষয়ে আভাস দেন অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্য জুড়ে সন্ত্রাস এবং বিরোধী দলগুলির কর্মীদের উপর আক্রমণের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন কাম্য হলেও তা আপাতত করা সম্ভব হচ্ছে না। কারণ, সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন।

তিনি আরও বলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের বিষয়ে সমস্ত তথ্য কেন্দ্রকে দিচ্ছেন।মুখ্য সচিব ও ডিজিপিকেও তলব করা হয়েছে। সব মিলিয়ে আপাতত ২১ অবধি পশ্চিমবঙ্গবাসীকে সামান্য ধৈর্য্য ধরতে হবে সুশাসনের জন্য, এমনটাই বক্তব্য অমিত শাহের।

Related Articles