দেশনিউজ

৭০-এ পা দিলেন নরেন্দ্র মোদী, বিদেশ থেকে এল বিশেষ শুভেচ্ছা বার্তা

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা পাঠানোর সাথেই মোদির জন্য প্রশংসায় ভরা চিঠি পাঠিয়েছেন।

Advertisement
Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। আর তাই আজকের এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন জায়গার নেতা-মন্ত্রী ও রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে শুভেচ্ছাবার্তা এসেছে। বিদেশের পাশাপাশি দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্য ও রাহুল গান্ধী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এছাড়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা পাঠানোর সাথেই মোদির জন্য প্রশংসায় ভরা চিঠি পাঠিয়েছেন।

পুতিন চিঠিতে লিখেছেন, “আমাদের দুদেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার পিছনে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনার নেতৃত্বের দ্বারা ভারত সামাজিক-অর্থনৈতিক, বিজ্ঞান এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে সফলতা লাভ করেছে। আগামী ভবিষ্যতে আলোচনা এবং কাজের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কাজ করে যাব৷ আমি মন থেকে আপনার সুস্থতা, আনন্দ এবং সাফল্য কামনা করি৷’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি-কে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি যাতে তিনি সুস্থ ও সফলভাবে এই বছরটি কাটান।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি-কে শুভ জন্মদিনের শুভেচ্ছা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আপনি ভারতের ঐতিহ্য, মূল্যবোধ ও গণতন্ত্রের পরম্পরাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি সস্ময় সুস্থ ও আনন্দে থাকুন।’

এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠানোর সাথেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, ‘স্যার আপনাকে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য আমি প্রার্থনা জানাই।’

Related Articles