দেশনিউজ

লকডাউন শেষ হলেও করোনা ভাইরাস যায়নি, উৎসবের মরশুমে দেশবাসীকে বেপরোয়া না হওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement

পুজোর মরশুমে আরেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিনের ভাষণে তিনি বারবার দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন। এর পাশাপাশি ভ্যাকসিন বাজারে এলেই কীভাবে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার এটাও তিনি জানিয়েছেন। উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

তিনি এদিন বলেন, ‘সময়ের সাথে অর্থনৈতিক কার্যকলাপও স্বাভাবিক হচ্ছে। তবে মনে রাখতে হবে লকডাউন শেষ হলেও ভাইরাস কিন্তু বিদায় নেয়নি৷ গত ৮ মাসে প্রত্যেক ভারতীয়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এসেছে৷ তাই এখন কিন্তু গাছাড়া মনোভাব দেখানোর সময় নয়, কীভাবে তা আরও ভাল করা যাবে সেটা নিশ্চিত করতে হবে।’

এর পাশাপাশি তিনি এটাও বলেন,’চিকিৎসক, নার্স-সহ করোনা যোদ্ধারা বিপুল জনসংখ্যার সেবায় কাজ করছেন। এখন এমন অনেক ভিডিও, ছবি সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে বহু মানুষ করোনা সতর্কতা বিধি মানছেন না। মাস্ক বাইরে বেরোলে একজন মানুষ নিজের পরিবার, সন্তান, পরিবারের প্রবীণদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তাই এই সময় নিজের সুরক্ষাবিধির উপর আগে জোর দিতে হবে। ভ্যাকসিন যতদিন না পর্যন্ত ততদিন বিন্দুমাত্র গাছাড়া মনোভাব দেখানো চলবে না।’


দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ইদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারতে করোনার একাধিক ভ্যাকসিন নিয়ে কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে৷ আর করোনার ভ্যাকসিন বাজারে এলেই তা প্রত্যেক ভারতীয়ের কাছে কীভাবে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই নিয়ে পরিকল্পনা তৈরি করছে কেন্দ্রীয় সরকার।

Related Articles