Advertisements

PF-এর টাকা তুলুন মাত্র ৩ দিনে! জেনেনিন সরল পদ্ধতি

Advertisements

দেবপ্রিয়া সরকার : বর্তমানে সমগ্র দেশ জুড়ে যা পরিস্থিতি তাতে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার থেকে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক ঘোষণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে PF এর থেকে টাকা তোলার ক্ষেত্রে একটি নতুন বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার থেকে ঘোষণা করার পর EPFO একই কথা জানিয়েছে।

সম্প্রতি টুইটের মাধ্যমে PF থেকে টাকা তোলার ক্ষেত্রে অনলাইন পদ্ধতির কথা জানানো হয়েছে। জানানো হয়েছে PF অ্যাকাউন্ট থেকে ৭৫ শতাংশ বা তিন মাসের বেতন প্রত্যাহার করা যাবে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই EPFO এর আইনে এমন রদবদল ঘটানো হয়েছে। EPFO থেকে টাকা তোলার ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন প্রসেসিং বিস্তারিত আকারে দিয়ে দেওয়া হয়েছে। দেখে নিন কিভাবে সহজে PF থেকে টাকা তুলতে পারবেন।

PF থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রথমে UAN সাইটে লগ ইন করুন। এরপর সেখান থেকে অনলাইন সার্ভিসেস‌ অপশনে যান। সেখানে ক্লিক করুন ক্লেইম ফর্মে। সেখান থেকে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেজে নিজের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪ নম্বর জমা দিয়ে ভেরিফাই করুন। এরপর পরবর্তী পেজে গিয়ে PF অ্যাডভান্স ফর্ম (Form 31)-এ ক্লিক করুন। এই পুরো প্রসেসিং টা শেষ হলে এরপর আপনার আধার তথ্যে সংযুক্ত ফোন নম্বরে OTP পাঠানো হবে। সেই OTP দিলেই ঠিকঠাকমতো দিলেই আপনার ব্যাঙ্কে টাকা আসার পদ্ধতি শুরু হয়ে যাবে। প্রভিডেন্ট ফান্ড ফিল্ড অফিস থেকে অনুমোদিত হওয়ার ৩ দিনের মধ্যে ওই অর্থ চলে আসবে আপনার অ্যাকাউন্টে।

Related Articles