নিউজরাজ্য

ধানের ভিতর থেকে উধাও চাল! চোখে জল মাথার ঘাম পায়ে ফেলা কৃষকদের

গলসি,ভাতারের পর এবার এই বর্ধমানের কুড়মুন, কলিগ্রাম ও তার আশপাশ এলাকায় এই ঘটনা ঘটলো।

Advertisement
Advertisement

ফলন্ত ধানের ভিতর থেকে চাল নেই। এর আগেও এই ঘটনা ঘটেছে। গলসি,ভাতারের পর এবার এই বর্ধমানের কুড়মুন, কলিগ্রাম ও তার আশপাশ এলাকায় এই ঘটনা ঘটলো। আর এই ঘটনার পরেই কৃষকদের অভিযোগ কৃষি দফতরে পরামর্শ মেনে তারা ধান গাছে কীটনাশক প্রয়োগ করেছিল। এরপরে আর ধানের ফলন হয়নি। এই দিয়ে ধান কাটার খরচটুকুও উঠবে না বলেই জানিয়েছেন কৃষকরা।

কৃষি দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ওই সব এলাকায় কিছু জমিতে মাজড়া পোকার প্রভাবে ধানের ক্ষতি হয়েছে। তবে চাষিরা যাতে ক্ষতিপূরণ পান সেই আবেদন করা হচ্ছে। বর্ধমান এক নম্বর ব্লকের কুড়মুন গ্রামের চাষিরা বলছেন, গাছ দেখে ফলন ভাল হবে বলে আশা করা হয়েছিল। গাছে মোটা শিরোনাম হয়েছিল। কিন্তু কীটনাশক প্রয়োগের পর সেই ধানের ভেতর চাল হয়নি। আর ধানের ভিতর চাল না হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের।

বর্ধমানের কুড়মুন, কলিগ্রামে কিছু জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছিল। সেই পোকা দূর করতে কৃষকরা কীটনাশক প্রয়োগ করা হয়েছিল। কিন্তু বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে পোকা আরও বেড়ে গিয়েছে। আর ধানের ফলন ও হয়নি। তবে কৃষি দফতরের তরফ থেকে বলা হয়েছে যাতে কৃষকরা ক্ষতিপূরণ পাবে তা দেখা হবে।

Related Articles