দেশনিউজ

প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদীর মাথায় উঠল রাজপরিবারের উপহার

Advertisement
Advertisement

ফি-বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় থাকে বিশেষ পাগড়ি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে৷ কোনও রাজ্যের আঞ্চলিক সংস্কৃতি ফুটে ওঠে সেই পাগড়িতে৷ ২৬ জানুয়ারি মঙ্গলবার, ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যে বন্ধেজ পাগড়ি মোদির মাথায় দেখা গেল, সেটি তাঁর জন্মভূমি গুজরাতের৷ জামনগরের রাজপরিবার সেটি উপহার দিয়েছে মোদিকে৷ সংবাদ সংস্থা এএনআই-এর এমনটাই রিপোর্ট৷

এদিন জামনগরের বিজেপি সাংসদ পুনমবেন ম্যাডাম ট্যুইট করেন, “জামনগর সংস্কৃতিতে সমৃদ্ধ বলেই পরিচিত৷ গর্বিত বোধ করছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শ্রী নরেন্দ্র মোদিজিকে ‘হালারি পাগড়ি’ পরতে দেখে৷” প্রধানমন্ত্রী এবারও তাঁর চিরাচরিত পোশাকেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ তাঁকে দেখা গেল কুর্তা, পাজামা ও জ্যাকেটেই।

বন্ধেজ কাজের ওপর তৈরি পাগড়িকেই বন্ধেজ পাগড়ি বলে। বন্ধেজ কাজ বিশেষ এক প্রকারের ছাপার কাজ, মূলত টাই ও ডাই পদ্ধতি ব্যবহার করে তৈরি হয়। শুধু গুজরাতেই নয়, বন্ধেজের মারাত্মক জনপ্রিয়তা ও প্রচলন রয়েছে রাজস্থানেও। শুধু প্রজাতন্ত্র দিবসেই নয়, মোদির পাগড়ি আলাদা করে নজর কেড়ে নেয় স্বাধীনতা দিবসেও।

মোদি দেশবাসীকে ৭২তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন জামনগরের রাজ পরিবারের দেওয়া বিশেষ লাল পাগড়ি পরেই৷ প্রধানমন্ত্রী এদিন প্রথা মেনেই ন্যাশনাল ওয়ার মিউজিয়ামে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান৷ রাজনাথ সিং ছিলেন তাঁর সঙ্গে৷ এরপর প্রয়াত জওয়ানদের স্মরণে তাঁরা সেখানে কয়েক লাইন লিপিবদ্ধ করেন৷ ভিজিটার্স বুকে তিনি যখন লিখছিলেন, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, এছাড়াও তিন ধরণের সুরক্ষা বাহিনীর প্রধানরা৷ এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও হাজির হন রাজপথে সাধারণতন্ত্র দিবসের বিশেষ প্যারেড উপলক্ষ্যে।

Related Articles