দেশনিউজ

লক্ষাধিক শূন‍্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল, জেনে নিন চাকরির পদ সহ আবেদনের খুঁটিনাটি

Advertisement
Advertisement

করোনার প্রভাব পড়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও। কর্মহীন বহু মানুষ। ফলে ধস নেমেছে সাধারণ জীবন যাত্রায়। তবে এবার স্বস্তির খবর। ভারতীয় রেল সুযোগ দিচ্ছে চাকরিপ্রার্থীদের। ভারতীয় রেল প্রায় ১.৪ লাখ শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। মোট ২১ টি রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড তিন দফায় পরীক্ষা নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রথম দফার পরীক্ষা হবে চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

রেলের তরফে জানা গেছে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে তাদের তরফে। প্রার্থীরা যাতে নিজের রাজ্যের পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষা দিতে পারে, আরআরবি সেই চেষ্টা করেছে। বিশেষ করে মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নিজ নিজ রাজ্যে প্রাধান্য দেওয়া হয়েছে।

এই মাসে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। তারপর আগামী বছরের জুন মাসে তৃতীয় দফায় পরীক্ষা হবে।

প্রসঙ্গত, করোনা আবহে পরীক্ষা নিলেও পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে আর‌আরবি।
১. পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
২. পরীক্ষায় বসার আগে সেলফ ডিক্ল্যারেশন ফর্মে স্বাক্ষর করতে হবে।
৩. প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থার্মোগান দিয়ে সমস্ত প্রার্থীদের তাপমাত্রা চেক করা হবে।

Related Articles