অর্থনীতিকলকাতানিউজ

বেড়ে গেল রান্নার গ‍্যাসের দাম, জেনে নিন ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের নতুন দাম

Advertisement
Advertisement

মধ্যবিত্তের হেঁশেলে ফের আগুন। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আবার বাড়ল। দাম বাড়ল একধাক্কায় ২৫ টাকা। তার ফলে কলকাতায় বৃহস্পতিবার থেকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাস কিনতে হবে ৭৪৫ টাকা ৫০ পয়সা দাম দিয়ে। বিরক্ত আমজনতা ফের রান্নার গ্যাসের দাম বাড়ায়।

এখন নিয়ম করে মাসের শুরুর দিকেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। সিলিন্ডারের নতুন দাম প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয়। তবে এবার রান্নার গ্যাসের নতুন দাম লাগু হল মাসের ৪ তারিখ থেকে। গত মাস পর্যন্ত আমজনতাকে রান্নার গ্যাস কিনতে হত ৭২০ টাকা ৫০ পয়সা দিয়ে।

বৃহস্পতিবার থেকে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ২৫ টাকা বাড়াতে ৭৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হবে রান্নার গ্যাস। এর আগে গ্যাসের দাম ডিসেম্বর থেকে তিন দফায় বেড়েছে। ডিসেম্বরে ১৩ দিনের ব্যবধানে দু’বার বাড়ানো হয়েছিল এই দাম। তারপর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ফের বাড়ল ফেব্রুয়ারিতে।

মে মাস থেকেই গ্যাসে ভর্তুকি একপ্রকার পাচ্ছেনই না অনেক গ্রাহক। পেলেও নামমাত্র পাচ্ছেন অনেকে। এক্ষেত্রে সরকারের যুক্তি, ভর্তুকির পরিমাণ ক্রমশ কমছে আন্তর্জাতিক বাজারে দামের হেরফেরের জন্য। কারণ যাই হোক, দিনের শেষে আম নাগরিকদেরই মোটা টাকা গুনতে হচ্ছে রান্নার গ্যাসের জন্য। আকাশছোঁয়া দাম চাল, ডাল, আলু, পিঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। দাম শুনে মাথা ঘুরে যাওয়ার জোগাড় ব্যাগ হাতে বাজারে গিয়ে। অনেকের আয়ও কমেছে করোনার থাবায়। চাকরি হারিয়েছেন বেসরকারি সংস্থার বহু কর্মী। আবার কারও কারও বেতন কমেছে চাকরি টিকলেও। বাধ্য হয়ে এই পরিস্থিতিতে বাজেট সামলাতে খাদ্যতালিকায় বদল কিংবা প্রয়োজনের তুলনায় কিছুটা কম কিনে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তারই মাঝে সবার মাথায় হাত গ্যাসের দাম বৃদ্ধির জেরে।

Related Articles