Modi-র জন্য কেউ নিঃশ্বাস নিতে পারছে না, তোপ দাগলেন Nusrat Jahan

অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সংসদ নুসরাত জাহান সম্প্রতি নিজের টুইটার একটি ভিডিও পোস্ট করেছেন, তৃণমূল সংসদের এই ভিডিওটিতে ধরা পড়েছে বর্তমান করোনা পরিস্থিতির এক ভয়ংকর রূপ, ভিডিওটিতে সাধারণ মানুষরা অক্সিজেনের জন্য আর্তনাদ করছেন। এদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত, আবার কেউ অন্য কোনো রোগে, তবে সকলেই নিতে চাইছেন নিঃশ্বাস। আর্তনাদ ভরা এই ভিডিওটি পোস্ট করে নুসরাত লেখেন, এই ভিডিওটি দেখে নিজের কান্না ধরে রাখতে পারেননি তিনি। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার কে দায়ী করেছেন নুসরাত।
A tear rolled down my cheeks as I watched this…
Today, #WeCantBreathe because @narendramodi decided to export oxygen at a time when his own countrymen are gasping for breath.
THIS IS CRIMINAL! pic.twitter.com/Xqa1pwix61
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) April 22, 2021
নুসরাতের বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী অক্সিজেন বাইরে রপ্তানি করছেন আর তাই মানুষকে এই দিন দেখতে হচ্ছে, নিজের দেশের মানুষের কথা ভাবছে না তিনি। ভিডিওটির ক্যাপশনে নুসরাত লেখেন, ‘এটা অপরাধমূলক’।
দেশে করোনা পরিস্থিতি অত্যান্ত ভয়াবহ, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, তার সাথে বাড়ছে মৃত্যুর হার, তবে এই মুহূর্তে সবথেকে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশে অক্সিজেনের ঘাটতি। করোনা সর্ব প্রথম আমাদের হৃদযন্ত্রকে আক্রমন করে, যার ফলে আক্রান্তের শরীরে দেখা দেয় অক্সিজেনের অভাব, আক্রান্ত স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেনা সেই কারণে, আর তাই তাকে বাঁচিয়ে রাখার জন্য ভেন্টিলেশনে রেখে অক্সিজেন দিতে হয়।
তবে এখন সেই জীবনদায়ী অক্সিজেন টাকা দিয়েও পাচ্ছেনা সাধারণ মানুষ। যার ফলে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে পিপড়ের ন্যায় মারা যাচ্ছে মানুষ। ইদাইং কালে সোশ্যাল মিডিয়ায় নতুন হ্যাশট্যাগ এর ট্রেন্ড শুরু হয়েছে, ‘উই কান্ট ব্রিদ’ যার অর্থ আমরা নিশ্বাস নিতে পারছি না। আর এবার নিজের টুইটে এই হ্যাশট্যাগ যোগ করে ট্রেন্ডে যোগ দিলেন তৃণমূল সংসদ নুসরাতও।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেশে অক্সিজেনের অভাব পূরণ করতে বৃহস্পতিবার একটি বৈঠক করেন। প্রধানমন্ত্রী নিজেই টুইটারে বৈঠকের কথা জানিয়েছেন।