ট্রেনে ওঠার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল, না মানলেই মোটা অঙ্কের জরিমানা

করোনার দ্বিতীয় ওয়েভের বাড়বাড়ন্তে জেরবার জনজীবন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। আক্রান্তের সংখ্যার সাথেই বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। আর এই পরিস্থিতিতে ভারতীয় রেল জারি করল নয়া গাইডলাইন। গোটা দেশ জুড়েই লাগু হবে এই নয়া বিধি। করোনা পরিস্থিতি সংকটজনক তাই কড়াকড়ি করা হয়েছে করোনা বিধি। নিয়ম অমান্য করলেই মোটা টাকার জরিমানা।
এবার থেকে রেল চত্বরে প্রবেশ করলে ট্রেনে চড়া অথবা স্টেশনে মাস্ক পড়া বাধ্যতা মূলক। মাস্ক না পরলে দিতে হবে নগদ ৫০০ টাকা জরিমানা। করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার পর থেকেই আবার দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যে, যার ফলে ভির বাড়ছে স্টেশন চত্বরে। অনেকের মুখেই থাকছে না মাস্ক, আর সেই কারণেই রেল কর্তৃপক্ষ এই নয়া নিয়ম চালু করলো, এরপর থেকে মাস্ক ছাড়া স্টেশন চত্বরে দেখা গেলে দিতে হবে ৫০০ টাকা, আগামী ৬ মাস এই নিয়ম বলবৎ থাকবে।
গত বছরও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাকে কেন্দ্র করে করোনা পরিস্থিতি হয়ে উঠেছিল বিশৃংখলা পূর্ণ। ট্রেন বা বাস না পাওয়ায় এইসব শ্রমিকরা পায়ে হেঁটেই রওনা দিয়েছিলেন গন্তব্যে, তাদের কাছে ছিলনা খাবার ও জল। এই পরিস্থিতি বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিলো পথেই, তাই এইবার আগে থেকেই প্রচেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার।
প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় দেশের করোনা পরিস্থিতি আরো খারাপের দিকে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় ১৭ হাজার বেশি। সংক্রমণ সাথে দেশে বেড়েছে মৃত্যুর হার, ২৪ ঘন্টায় ১৩৪১ জনের মৃত্যু হয়েছে। দেশের একদিনের মৃত্যুর সংখ্যার নিরিখে যা সর্বোচ্চ, যা গত একবছেরের করোনা পর্বে সবথেকে বেশি।