হোলির পর দাম বাড়তে পারে পেঁয়াজের, এমনটাই জানাচ্ছেন খাদ্যমন্ত্রী দপ্তর

দেবপ্রিয়া সরকার : পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ আসার পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রায় ৬ মাস পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি ছিল। মহারাষ্ট্রের নাসিক জেলায় বেশ কিছু জায়গায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকরা বিরোধিতা শুরু করেছে। দেশের সবথেকে বড় পেঁয়াজ বাজার লাসলগাঁওয়ে সোমবার পেঁয়াজের দাম ১৪৫০ টাকা প্রতি ক্যুইন্টাল হয়ে গিয়েছে৷ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকলে অন্য ফসল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
Commerce and Industry Minister পীযূষ গয়াল জানিয়েছেন পেঁয়াজের দাম কমানোর এই সিদ্ধান্ত কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে৷ ২০১৯ এ পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এর পাশাপাশি ৮৫০ ডলার প্রতি টনে ন্যূনতম MRP লাগানো হয়। খাদ্য মন্ত্রী রাম বিলাস পাসওয়ান বুধবার ট্যুইটে জানিয়েছেন যে মার্চে ফসল ৪০ লক্ষ টনের বেশি হতে পারে যা গত বছর ছিল ২৮.৪ লক্ষ টন৷ আপাতত ভালো ফসল হওয়ায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী যদি বৃষ্টি ও বন্যার জেরে ফসলের ক্ষতি হয় তবে পেঁয়াজের দাম পড়ে যাওয়া আটকে যাবে।