দেশনিউজ

সামনে এল ভারতের প্রথম Rapid-rail-এর ফার্স্ট লুক, এবার আড়াই ঘণ্টার সফর হবে মাত্র এক ঘণ্টায়

ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ১৮০ কিমি।

Advertisement
Advertisement

প্রকাশিত হল দেশের প্রথম Rapid-rail-এর ফার্স্ট লুক। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ১৮০ কিমি। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া নীতির অন্যতম সেরা প্রকল্প হিসাবে উল্লেখ করা ছিল Rapid-rail-এর। এছাড়া সরকার দিল্লি ও আশেপাশের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য Rapid-rail চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বম্বার্ডিয়ারের সাবলি প্ল্যান্টে এই ট্রেনের নির্মাণ করা হবে। দিল্লির লোটাস টেম্পল-এর আদলে এই ট্রেনের ডিজাইন তৈরি করা হয়েছে। এছাড়া র‍্যাপিড রেলে দিল্লী থেকে মেরঠের সফর মাত্র একঘণ্টায় সম্পূর্ণ হয়ে যাবে।

এবার এই ট্রেনের কি কি বিশেষত্ব রয়েছে, দেখে নেওয়া যাক-

১) স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এয়ারোডায়েনামিক ডিজাইনের জন্য এই ট্রেনের ওজন অনেকটা হালকা।

২) এই ট্রেনটি পুরো শীতাতপ নিয়ন্ত্রিত হবে।

৩) ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৮০ কিমি।

৪) প্রতিটি ট্রেনে একটি করেই বিজনেস ক্লাস কোচ থাকবে।

৫) এছাড়া প্রতিটি কামরায় প্রবেশ ও বাইরে বেরোনোর জন্য মোট ছটি দরজা থাকবে। বিজনেস ক্লাস কোচে চারটি দরজা থাকবে।

Related Articles