দেশনিউজ
Trending

নরেন্দ্র মোদীকে খুনের ছক, আরও জোরদার নিরাপত্তা দেওয়ার সুপারিশ

গত ৮ অগাস্ট এই ইমেলটি এসেছে। ওই মেসেজে লেখা রয়েছে ‘কিল নরেন্দ্র মোদী’।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষা হচ্ছে। অবাক লাগলেও ঘটনাটি সত্যি। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকরী সংস্থা এনআইএ-র হাতে এমনই একটি হোয়ায়টসঅ্যাপ মেসেজ ইমেল মারফত এসেছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে যে গত ৮ অগাস্ট এই ইমেলটি এসেছে। ওই মেসেজে লেখা রয়েছে ‘কিল নরেন্দ্র মোদী’। যা দেখার পর ঘুম উড়েছে এনআইএ-র। ইতিমধ্যেই এই সম্পূর্ণ বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের জানানো হয়েছে।

তবে শুধু প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে যে মোদী ছাড়াও দেশের বেশ কয়েকজন রাজনীতিবিদকে হুমকি দেওয়া হয়েছে। ইমেলে এই হুমকির মেসেজ পাবার পরেই নড়েচড়ে বসেছে সংস্থা। মোদীর নিরাপত্তা আরও জোরদার করতেও সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গেও কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনার পরেই গোয়েন্দাদের আরও বেশি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোথা থেকে এই ইমেলটি এসেছে তা খোঁজার চেষ্টা চালাচ্ছ জোরকদমে। যদিও কে বা কারা প্রধানমন্ত্রীকে খুনের ছক কষছে, সেবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি এনআইএ।

Related Articles