দেশনিউজ

বিশ্বকে করোনা মুক্ত করবে ভারত, ভ্যাকসিন আবিষ্কারের আশ্বাস মোদীর

এবার ভ্যাকসিন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আশ্বাস দিলেন মোদী।

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের শুরুর থেকে ভারত বিশ্বের অন্যান্য দেশগুলিকে নানা ভাবে সাহায্য করছে। বিশ্বের অনেক দেশকেই বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে ভারত। এবার ভ্যাকসিন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আশ্বাস দিলেন মোদী। ভারতের যে টিকা বণ্টনের ক্ষমতা আছে, তা বিশ্বকে করোনা-মুক্ত করতে সহায়তা করবে, এমনই আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদী বললেন, বর্তমানে বিশ্বের সবথেকে বড় টিকা উৎপাদনকারী দেশ হিসেবে আমি বিশ্বের অন্যান্য দেশগুলিকে আশ্বাস দিতে চাই যে ভারতের টিকা উৎপাদন ও বণ্টনের ক্ষমতা সারা বিশ্বকে এই করোনা মহামারীর হাত থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে।

এদিন মোদী আরও বলেন যে ভারত তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের দিকে এগোচ্ছি। টিকার ডেলিভারির ক্ষেত্রে কোল্ড চেন এবং সংগ্রহ বাড়ানোর ক্ষেত্রেও ভারত সবার সাহায্য করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। যদিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর প্রসঙ্গে অবশ্য সরাসরি কিছু বলেননি তিনি।

Related Articles