দেশনিউজ

চীনের বিরুদ্ধে ভারতের যুদ্ধ প্রস্তুতি! লাদাখে মোতায়েন শক্তিশালী ক্ষেপণাস্ত্র, প্রবল চাপে বেজিং

প্যাংগং লেকের দক্ষিণে তাই নিজেদের ঘাঁটি মজবুত করছে ভারত।

Advertisement
Advertisement

লাদাখ নিয়ে চীনের সাথে ভারতের সম্পর্ক ঠিক হচ্ছে না। বারবার বৈঠকের পরেও কোনো কাজ হয়নি। এবার একেবারে চোখে চোখ রেখেই মোকাবিলা করতে প্রস্তুত ভারত। এবার প্যাংগং লেকের দক্ষিণে তাই নিজেদের ঘাঁটি মজবুত করছে ভারত। পূর্ব লাদাখে T-72, T-90 ট্যাঙ্ক, কমব্যাট ভেহিকেলস মোতায়েন করল ভারত।

এবার চীনের সবরকম আগ্রাসন রুখতে চেষ্টা করবে ভারত। এদিকে শীত আসছে। আর প্রবল শীতের জন্য এমনিতেই খুব ভয়ঙ্কর লাদাখ। কিন্তু ওই দুই ট্যাঙ্ক মাইনাস ৪০ ডিগ্রি সেন্টিগ্রেটেও অনায়াসে কাজ করতে সক্ষম। শক্তিশালী ওই দুই ট্যাঙ্ক শত্রুদের মুহূর্তেই শেষ করে দিতে পারে। এর সাথেও রয়েছে বিএমপি-২ কমব্যাট ভেহিকেলস। এছাড়া লাদাখের যে স্থানে ট্যাংকগুলি রয়েছে, সেখান থেকে এলএসিতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

লাদাখের আবহাওয়ার কৌশল নিয়ে মেজর জেনারেল অরবিন্দ কাপুর সংবাদসংস্থকে জানিয়েছেন যে ওই জায়গাতে লড়াই করতে গেলে প্রয়োজন আছে শক্তিশালী ফায়ার আর্মস ও শক্তিশালী সেনা। ওই আবহাওয়াতে ট্যাঙ্ক সহ অন্যান্য যুদ্ধের সরঞ্জামকে সচল রাখাই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তাই লড়াইয়ের জন্য যন্ত্র ও মানুষ উভয়কে সচল থাকতে হবে।

Related Articles