দেশনিউজ

ভারতীয় রেলের বড় ঘোষণা, ১৩ লক্ষ কর্মচারীদের জন্য মিলতে চলেছে বিশেষ সুবিধা

ভারতীয় রেল স্বাস্থ্য বীমা যোজনার সাথে যুক্ত সমস্ত দিকগুলিকে খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

Advertisement
Advertisement

ভারতীয় রেলের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যে রেলের ১৩ লক্ষ কর্মীকে তারা স্বাস্থ্য বীমার আওতায় আনতে চলেছে। ইতিমধ্যেই রেলকর্মীদের এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ‘Railway Employees Liberalized Health Scheme’ এবং ‘Central Government Health Services’ এই সুবিধার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে রেল কর্মীদের জন্য চিকিৎসা পরিষেবা উন্নত করার চিন্তা ভাবনা করা হচ্ছে।

এবার ভারতীয় রেল স্বাস্থ্য বীমা যোজনার সাথে যুক্ত সমস্ত দিকগুলিকে খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল উদ্দেশ্য হল-চিকিৎসা, হঠাৎ করে শারীরিক সমস্যার সৃষ্টি হলে আর্থিক ঝুঁকি থেকে তাঁদের উদ্ধার করতে বীমার আওতায় আনা হবে। এই নতুন ব্যবস্থার জন্য রেলের সমস্ত জোনের জেনারেল ম্যানেজারদের এই বিষয়ে মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে।

বর্তমানে রেলের ৫৮৬ টি হেলথ ইউনিট, ৪৩ টি সাব ডিভিশনাল হাসপাতাল, ১৬ টি জোনাল হাসপাতাল, ৮ টি প্রোডাকশন ইউনিট হাসপাতাল রয়েছে।

Related Articles