দেশনিউজ

মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন, ভারতীয় ডাক বিভাগে মোটা মাইনের চাকরির সুযোগ

এই নিয়োগের জন্য কোনও পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না

Advertisement
Advertisement

চাকরির সুযোগ। ভারতীয় ডাক বিভাগে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হিমাচল প্রদেশ পোস্টাল সার্কেলে মোট ৬৩৪ শূন্যপদের জন্য গ্রামীণ ডাক সেবক সহ ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্টটেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদেও নিয়োগ করা হবে ৷ আর এই নিয়োগের জন্য কোনও পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না।

এবার জেনে নেওয়া যাক, আবেদনের সমস্ত খুঁটিনাটি-

আবেদনকারীর যোগ্যতা-

১) আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে।

২) চাকরিপ্রার্থীদের হিন্দি ভাষা জানা আবশ্যক ৷

৩) আবেদনকারীদের বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক এবং সেই বিষয়ে সার্টিফিকেটও দেখাতে হবে ৷

৪) যেসব আবেদনকারীরা দশম বা দ্বাদশ শ্রেণীতে কম্পিউটার একটি বিষয় হিসেবেই পড়েছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট দেখানো আবশ্যক নয় ৷

আবেদনকারীর বয়স-

আবেদনের জন্য ২২ জুন ২০২০ সালে বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে ৷ আর সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারেই বয়সে ছাড় পাবেন।

বেতন-

আবেদনকারীরা মাসিক ১০,০০০ থেকে ১৪,৫০০ টাকা বেতন পাবেন।

আবেদনের শেষ তারিখ-

৬ নভেম্বর ২০২০ ৷

আবেদনের পদ্ধতি-

আবেদন করতে ও এই সংক্রান্ত বাকি তথ্যের জন্য আবেদনকারীকে ক্লিক করতে হবে appost.in অথবা appost.in/gdsonline ওয়েবসাইটে ৷

অন্যান্য-

এই কাজে নিয়োগের পর নির্দিষ্ট পোস্ট অফিসের কাছেই নিযুক্ত কর্মীকে থাকার বন্দোবস্ত করতে হবে ৷

Related Articles