দেশনিউজ

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহীদ ভারতীয় সেনা আধিকারিক

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানের জঙ্গিরা।

Advertisement
Advertisement

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সোমবার আবারও পাকিস্তানের ছোঁড়া গোলাতে শহিদ হলেন ভারতীয় সেনার একজন জুনিয়র কমিশনড অফিসার। মৃত সেই জওয়ানের নাম সুবেদার সুখদেব সিং। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানের জঙ্গিরা। তবে ভারতীয় জওয়ানরাও এর পাল্টা জবাব দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুই পক্ষের লড়াইয়ের ফলে ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার সুবেদার সুখদেব সিংয়ের মৃত্যু হয়। এই ঘটনা ছাড়াও সোমবার বেলা ১২টা ৫০ নাগাদ পাম্পোর বাইপাসে সিআরপিএফ জওয়ান ও কাশ্মীর পুলিশকর্মীরা রাস্তা খোলার কাজ করছিলেন। আর ঠিক সেইসময় বাইকে চড়ে এসে কয়েকজন সন্ত্রাসবাদী এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।

আর এই গোলাগুলির জেরে ঘটনাস্থলেই জখম হন পাঁচ জওয়ান। তাঁদের তৎক্ষণাৎ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। তবে ওই জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনা সূত্রে খবর অনুযায়ী, গত পাঁচদিন ধরে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছোঁড়ার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তান।

Related Articles