দেশনিউজ

আনলক ৪.০: চালু হতে পারে মেট্রো পরিষেবা, আর কি কি খুলতে পারে? জেনে নিন

খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement
Advertisement

আগস্ট মাসে শেষ হচ্ছে আনলক ৩ পর্ব। সেপ্টেম্বর থেকেই শুরু হবে আনলক ৪। এই পর্বে কি কি চালু হতে পারে তাই নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক মারফত জানা গেছে এই পর্বে চালু হতে পারে মেট্রো পরিষেবা। যদিও এই মেট্রো চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যের উপর ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

যদি মেট্রো পরিষেবা চালু হলেও বন্ধ থাকবে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কারণ কেন্দ্রীয় সরকার এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না। বর্তমান করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে আরও কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রাখতে চাইছে সরকার।

এছাড়া এই পর্বে পানশালাগুলিও খুলে দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে সেক্ষেত্রেও বিশেষ শর্ত মানতে হতে পারে, সেটি হল- সেখানে বসে আড্ডা জমানোর অনুমতি দেওয়া হবে না। তার বদলে কাউন্টার থেকে অর্ডার নিয়ে চলে যেতে হবে। তবে সিনেমা হল এবং থিয়েটার এখনও খোলার কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

Related Articles