দেশনিউজ

চীনকে চোখে চোখে রাখছে ভারত, লাদাখ সীমান্তে ঘুরছে ভারতীয় বায়ুসেনার বিমান

দুই দেশের বর্তমান পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন যে যুদ্ধের দামামা বাজতে চলেছে।

Advertisement
Advertisement

চীনের সাথে ভারতের উত্তেজনা বেড়েই চলেছে। লাদাখ সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। মস্কোতে ভারত ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক চলার পরেও কোনো সমাধানসূত্র মেলেনি। বরং এই দুই দেশ হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। আর দুই দেশের বর্তমান পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন যে যুদ্ধের দামামা বাজতে চলেছে। চীন ভারতের সীমান্তের কাছাকাছি এসে সেনা বাড়াচ্ছে। আর ভারতীয় সেনারা চীনের উপর নজরদারি চালাতে সেনা বাড়াচ্ছে।

রবিবার সকাল থেকেই বায়ুসেনা-র বিমানগুলিকে কয়েক ঘণ্টা অন্তর অন্তর লাদাখের দিকে উড়তে দেখা গেছিল। সীমান্তে চীনের সেনার বিরুদ্ধে যে সেনারা কর্তব্যরত রয়েছেন তাঁদের কাছে বিভিন্ন জিনিস সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে জওয়ানদের লাদাখে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া জানা গিয়েছে প্যাংগং সো এলাকার উত্তর ও দক্ষিণ অংশে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা জওয়ানকে মোতায়েন করা হয়েছে। চীনের সেনাদের উপর সবসময় নজরদারি চালাচ্ছে ভারত। একে অপরকে হুমকি প্রদর্শন করছে। আর এই সব পরিস্থিতি দেখেই মনে করা হচ্ছে যে যুদ্ধ বাঁধতে পারে।

Related Articles