দেশনিউজ

শীঘ্রই চালু হতে চলেছে আরও ৩৯ টি স্পেশাল ট্রেন, বাংলা পেল ৫ টি, রইল সম্পূর্ণ তালিকা

বাংলাতে যে ৫ টি স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন সেই তালিকা-

Advertisement
Advertisement

করোনা আবহের মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি। আনলক পর্ব থেকেই কিছু স্পেশাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল রেল। এবার আরও ৩৯ টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালুর অনুমতি দিল ভারতীয় রেল। তবে কবে থেকে এই ট্রেনগুলি চালু হবে, সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। এই ৩৯ টি ট্রেনের মধ্যে পাঁচটি ট্রেন পেয়েছে বাংলা। সেগুলি হল – হাওড়া-রাঁচি, হাওড়া-পুণে, সেকেন্দ্রাবাদ-শালিমার, সাঁতরাগাছি-চেন্নাই এবং হাওড়া-যশবন্তপুর।

বুধবার রেলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, বাতানুকূল বিশেষ ট্রেন, রাজধানী এক্সপ্রেস এবং যুব এক্সপ্রেস মিলিয়ে ২৬ টি ট্রেন চলবে। এছাড়াও আটটি শতাব্দী এক্সপ্রেস, একটি বন্দে ভারত এক্সপ্রেস এবং বাকিগুলি ডবল ডেকার ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলিও সব বাতানুকূল। তবে এই ট্রেনে চেয়ার কারও আছে।

বাংলাতে যে ৫ টি স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন সেই তালিকা-

১) ১২০১৯/১২০২০ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস। (রবিবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে)।

২) ১২২২১/১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস (দ্বি-সাপ্তাহিক)।

৩) ১২৭৭৩/১২৭৭৪ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস (সাপ্তাহিক)।

৪) ২২৮০৭/২২৮০৮ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস (দ্বি-সাপ্তাহিক)।

৫) ২২৮৬৩/২২৮৬৪ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস (সাপ্তাহিক)।

Related Articles