Advertisements

পরণে সাড়ে চার কেজি সোনার গয়না নিয়ে মনোনয়ন দাখিল, চিনুন এই ধনবান ভোট পার্থীকে

Advertisements

নির্বাচন পদপ্রার্থী সাড়ে চার কেজি গয়না পরে জমা দিলেন মনোনয়ন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছেন হরি নাদার৷ এই মুহূর্ত্বে শিরোনামে তিনি। আর তার শিরোনামে থাকার অন্যতম কারণ এক ভরি দুই ভরি নয় বরং ৪.২৭ কেজি গয়না এদিন ছিল তার পরনে।

এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় বিভিন্ন নেতারা যখন নিজেদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিলেন তখন হরি নাদার জানান তাঁর কাছে মোট ১১ কিলো ২০০ গ্রাম সোনা রয়েছে৷ যার বাজারে মূল্য ৪.৭৩ কোটি টাকা৷

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানিস্বামী জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ মোট ৪৮ লক্ষ টাকা৷ তিনি জানিয়েছেন ৪৭.৬৪ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তার, তবে কোনও অস্থাবর সম্পত্তি নেই তার৷ এদাপাদ্দি স্ত্রী-রাধার নামে সম্পত্তির পরিমাণ ১.০৪ কোটি টাকার মুভেবেল অ্যাসেট ও মোট ২.৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী অবিভক্ত হিন্দু পরিবার সূত্রে ৩.৪ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছেন৷ যা মোট সম্পত্তি নিয়ে গেছে ৬.৭ কোটিতে৷ স্ত্রী-র পেশা হিসেবে দেখিয়েছেন কৃষিকার্য৷

একটি পর্বে তামিলনাড়ুতে সমস্ত আসনের বিধানসভা ভোট হচ্ছে৷ ৬ এপ্রিল সেই ভোটগ্রহণ হবে৷ এবং ২ মে হবে ভোট গণনা৷

Related Articles