Advertisements

করোনার বাড়বাড়ন্তে নয়া বিধিনিষেধে ছাড় পেল মাংস-মিষ্টির দোকান, দেখুন কি কি বাধ্যতামূলক করল রাজ্য সরকার

Advertisements

লাগাম ছাড়া করোনা সংক্রমন আটকাতে শুক্রবার জারি হয়েছে আংশিক লকডাউন। ভাইরাসের রেকর্ড সংক্রমনের চেন ভাঙতে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বন্ধ হয়ে গিয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, বিউটি পার্লার, স্পা, সেলুন। আর এবার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার।

এই নতুন বিজ্ঞপ্তিতে লক ডাউন এর আওতায় ফেলা হবে না কাঁচা মাংস এবং মিষ্টির দোকান গুলোকে। এছাড়াও স্বাভাবিক থাকবে পরিবহন ব্যবস্থা, এবং বিদ্যুৎ, হেল্থ কেয়ার, টেলিকম, পরিষেবাও স্বাভাবিক ভাবেই চলবে।

রাজ্যে ভোট যুদ্ধ শেষ হওয়ার পরই শুক্রবার নবান্ন থেকে রাজ্য জুড়ে আংশিক লকডাউন এর ঘোষণা করা হয়, নবান্ন সূত্রে জানানো হয়েছে করোনার শৃংখল ভাঙতেই লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এই লক ডাউন আওতায় সিনেমাহল, রেস্তরাঁ, বিউটি পার্লার, স্যুইমিং পুল, জিম, শপিং মল, পানশালা, স্পা, স্পোর্টস কমপ্লেক্স প্রভৃতি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বেধে দেওয়া হয়েছে বাজার হাটের সময়সীমা। সকাল ৭ থেকে বেলা ১০টা এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে বাজার।

আর এবার নতুন বিজ্ঞপ্তি জারি হল নবান্ন তরফে, এই বিজ্ঞতিতে মাংস এবং মিষ্টির দোকানের উপর ছাড় দেওয়া হল লক ডাউনের, যা খানিকটা স্বস্তি দিয়েছে ব্যবসায়ীদের।

Related Articles