গোটা আম্বানি পরিবারে খুশির জোয়ার, ৬০ পেড়িয়ে যমজ বাচ্চার মুখ দেখলেন মুকেশ-নীতা!
কিছুদিন আগেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যমজ সন্তানের জন্ম দিয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি। আর এবার প্রথমবার সন্তানদের নিয়ে ভারতে ফিরলেন তিনি। নতুন সদস্যদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিল গোটা আম্বানি পরিবার। ইতিমধ্যেই নামকরণ হয়ে গিয়েছে মুকেশ আম্বানির নাতি-নাতনিদের।
জানা গিয়েছে নাতির নাম কৃষ্ণ এবং নাতনির নাম আদিয়া। আর এই দুই ক্ষুদে সদস্যের জন্য বিলাসবহুল ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আমেরিকা থেকে চারজন আয়া আনা হয়েছে তাদেরকে সামলানোর জন্য। অন্যদিকে ফ্লাইটে আসার সময় তাদের সাথে ছিলেন আমেরিকার সেরা শিশু বিশেষজ্ঞ ডাঃ গিবসন। বাচ্চাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল বিমানে।
কাতার থেকে এই বিমানকে শুধুমাত্র ইশা ও সন্তানদের ভারতে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছিল। অন্যদিকে জানা গিয়েছে নতুন সদস্যদের আসার খুশিতে আম্বানি পরিবার ৩০০ কেজি সোনা দান করবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে তিরুপতি বালাজি, তিরুমালা, শ্রীনাথজি ও নাথদ্বারা মন্দিরে সোনা দানের। আর এই মন্দিরগুলি থেকে বিশেষ প্রসাদ পাঠানো হবে আম্বানি পরিবারে।
এখানেই শেষ নয় সন্তানদের খাওয়া-দাওয়া, পোশাক-আশাক সবকিছুতেই বিশেষ নজরদারি করা হচ্ছে। কৃষ্ণ এবং আদিয়ার জন্য পোশাক আনা হয়েছে ‘ডলস এন্ড গব্বানা’, ‘গুচি’, ‘লোরো পিয়ানা’র মতো বিশ্ব বিখ্যাত সব সংস্থাগুলি থেকে। অন্যদিকে বাচ্চাদের নিয়ে যাতায়াত করার জন্য বিএমডব্লিউ গাড়ির সিট বিশেষভাবে তৈরি করা হয়েছে।