নিউজরাজ্য

মোদীর ব্রিগেডে মহাগুরুর আবির্ভাব! সত্যি কি বাংলার মসনদ দখলে MLA ফাটাকেষ্ট

Advertisement
Advertisement

আসন্ন বিধানসভা ভোট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। তৃণমূল ও বিজেপির মধ্যে সিংহাসনের দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াই চললেও এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো পদপ্রার্থীর মুখ সেই ভাবে উঠে আসেনি। তবে বাংলায় শাসন চালাতে গেলে কোনো বাঙালি পদপ্রার্থীকেই প্রয়োজন। আর তাই বিজেপি মরিয়া হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীতে কোন ডাকসাইটে বাঙালিকে গেরুয়া শিবিরের হয়ে দাঁড় করাতে।

আর সেই গুঞ্জন আরো একটু উস্কে গেল যখন শোনা গেল বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের হয়ে ব্রিগেডে আসতে চলেছেন। পদ্ম শিবির থেকে জানানো হয়েছে যে রবিবার ব্রিগেডে বিজেপির হয়ে মঞ্চে উপস্থিত থাকবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই নানা মহলে আন্দাজ করছে তাহলে কি বিজেপির পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে আনতে চলেছে? এই বিষয়ে অবশ্য এখনই সঠিক কোনো তথ্য দেয়নি দল।

অভিনেতা হওয়ার আগে থেকেই বামপন্থায় বিশ্বাসী ছিলেন মিঠুন চক্রবর্তী, বাংলায় ক্ষমতা বদলের পর অবশ্য তৃণমূল কংগ্রেসে যোগদান অভিনেতা। বিভিন্ন সময়ে তাকে দেখা গিয়েছে তৃণমূলের হয়ে প্রচার করতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রাজ্যসভার প্রার্থী করেও পাঠানো হয়, তবে একটি চিটফান্ড কাণ্ডে মিঠুনের নাম জড়ালে তিনি রাজনৈতিক মঞ্চ থেকে বিদায় নেন।

তবে ছবিটা বদলায় সরস্বতী পুজোর দিন, মিঠুনের মুম্বাইয়ের মাঢ় অঞ্চলের বাড়িতে হঠাৎ করেই যখন পৌঁছে যান আরএসএস এর প্রধান মোহন ভগবত। আর তারপর থেকেই জোরালো হতে থাকে জল্পনা, মিঠুন চক্রবর্তী অবশ্য সেই সময় জানিয়েছিলেন তার সাথে মোহন ভগবতের সাক্ষাৎ ছিল একেবারেই অরাজনৈতিক। তবে এরপরই বিজেপির পক্ষ থেকে উঠে আসে ব্রিগেডে মিঠুনের যোগ দেওয়ার দাবি, আর তারপরেই শুরু হয় অনুমান, তবে কি আবার গেরুয়া শিবিরের হাত ধরে রাজনীতিতে ফিরছেন মিঠুন।

গতকাল তৃণমূলের পক্ষ থেকে বেরিয়ে গেছে তাদের প্রার্থী তালিকা, যেখানে বাংলা সিনেমার একাধিক তারকা তৃণমূলের তরফ থেকে টিকিট পেয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরও লেগে পড়েছে নিজেদের সঠিক চাল কষার জন্য, নিজেদের গা থেকে বহিরাগতের তকমা সরাতে বাংলায় বাঙালি প্রার্থী দাড় করাতে চায় বিজেপি, আর সেই ক্ষেত্রে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী এখন তাদের কাছে তুরুপের তাস।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles