Hyundai Creta-কে টেক্কা দিতে নতুন Alto লঞ্চ করতে চলেছে Maruti, দাম জানলে চমকে যাবেন

Advertisement

ভারতীয় অটোমোবাইল দুনিয়ায় অন্যতম জনপ্রিয় একটি সংস্থা হলো ‘মারুতি সুজুকি’। আর এই পর্যন্ত তাদের সবথেকে বেশি বিকৃত গাড়িটির নাম হল ‘মারুতি সুজুকি অলটো 800’। খুব শীঘ্রই এবার এটি নতুন রূপে আসতে চলেছে বাজারে। চলতি বছরই লঞ্চ করা হবে এই গাড়ি।

Advertisements

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই গাড়ির একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য। যেমন প্রথমে এই গাড়িতে 796cc ইঞ্জিন ব্যবহার করা হতো। তবে নতুন মডেলে 1462cc ইঞ্জিন ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। যা 103.26bhp শক্তি এবং 138NM টর্ক জেনারেট করতে সক্ষম হবে।

Advertisements

এছাড়াও সেখানে থাকবে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, সানরুফ, বৈদ্যুতিক পার্কিং ব্রেক, অটো এয়ার পিউরিফায়ার, প্যাডেল শিফটার, প্রজেক্টর হেড ল্যাপ ইত্যাদি সুবিধা। এখানেই শেষ নয় বিলাসিতার দিক দিয়ে নাকি গাড়িটি ‘Hyundai Creta’ গাড়ির সাথে প্রতিযোগিতা করবে।

দামের দিক দিয়ে দেখতে গেলে এটি চার লাখেরও কম টাকায় ভারতীয় বাজারে আনা হবে। ‘Mini Engage’ নামে লঞ্চ করা হতে পারে এই গাড়ি।

Related Articles