নিউজ

পৃথিবীর খুব কাছে আসছে মঙ্গল, চাঁদের মতো উজ্জ্বল দেখাবে লালগ্রহকে

পৃথিবী থেকে খুব উজ্জ্বল দেখাবে মঙ্গলকে। আজ মঙ্গল পৃথিবীর ঠিক বিপরীতে চলে আসবে।

Advertisement
Advertisement

৬ অক্টোবর থেকে পৃথিবীর বেশ খানিকটা কাছে চলে এসেছে মঙ্গল। আর আজ অর্থাৎ ১৩ অক্টোবর পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে এই গ্রহ। আর তাই পৃথিবী থেকে খুব উজ্জ্বল দেখাবে মঙ্গলকে। আজ মঙ্গল পৃথিবীর ঠিক বিপরীতে চলে আসবে। এমনিতেই আমরা মঙ্গলকে লাল গ্রহ হিসাবে জানি। আর আজ পৃথিবীর অনেকটা কাছাকাছি চলে আসার ফলে সন্ধে থেকে মঙ্গলকে আরও বেশি উজ্জ্বল এবং লালচে দেখাবে।

টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহের উপস্থিতি সবথেকে ভালো বোঝা যাবে। আকাশে মেঘ না থাকলে এই লালচে ভাব অনেক ভালো করে বোঝা যাবে। জানা গিয়েছে, সূর্যাস্তের পর পূর্ব আকাশে দেখা যাবে এই মঙ্গল গ্রহ। আজ সারারাত ধরেই এই গ্রহকে খুব উজ্জ্বল দেখাবে। সূর্য, পৃথিবী এবং মঙ্গল এক লাইনে এলে এবং পৃথিবী সূর্য আর মঙ্গলের মাঝামাঝি থাকায় এত উজ্জ্বল লাগবে মঙ্গল গ্রহকে। আর তাই সূর্যাস্ত হলেই তাই তাই পূর্ব আকাশে দেখা যাবে মঙ্গলকে।

সূর্য আর মঙ্গলের মাঝখানে পৃথিবী আবার দুবছর পর আসবে। চলতি বছরের অক্টোবর মাস একের পর এক মহাজাগতিক বিস্ময়ের সম্মুখীন হয়েছে পৃথিবীবাসী। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, একমাত্র যদি আকাশ পরিষ্কার থাকে তবেই ১৩ অক্টোবর মঙ্গলকে পূর্ব আকাশে দেখা যাবে।

Related Articles