বাজারদর

ফের অনেকটাই সস্তা হল পেট্রোল-ডিজেল, দেখে নিন আজকের দাম

এবার দেখে নেওয়া যাক, আজ কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত-

Advertisement
Advertisement

পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমেছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গিয়েছে ৷ আবার অন্যদিকে বেড়েছে টাকার মূল্য। আর এর জন্য পেট্রোল ও ডিজেলের দাম কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ক্রুডের দাম ২০ শতাংশ কমলে পেট্রোল ও ডিজেলের দাম ২.৫-৩ টাকা প্রতি লিটারে কমার সম্ভাবনা রয়েছে ৷

আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১৫-২৪ পয়সা কমানো হয়েছে ৷ গতকাল অর্থাৎ সোমবার পেট্রোলের দাম প্রায় ১৩-১৪ পয়সা প্রতি লিটারে কমানো হয়েছিল। আর ডিজেলের দাম প্রতি লিটারে ১৪-১৬ পয়সা কমানো হয়েছিল। এর আগের সপ্তাহেও দাম অনেকটা কমেছিল।

এবার দেখে নেওয়া যাক, আজ কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত-

দিল্লি- পেট্রোল ৮১.৫৫ টাকা, ডিজেল ৭২.৫৬ টাকা,

মুম্বই- পেট্রোল ৮৮.২১ টাকা, ডিজেল ৭৯.০৫ টাকা,

কলকাতা- পেট্রোল ৮৩.০৬ টাকা, ডিজেল ৭৬.০৬ টাকা,

চেন্নাই- পেট্রোল ৮৪.৫৭ টাকা, ডিজেল ৭৭.৯১ টাকা,

নয়ডা- পেট্রোল ৮১.৯৫ টাকা, ডিজেল ৭২.৮৭ টাকা,

গুরুগ্রাম- পেট্রোল ৭৯.৭২ টাকা, ডিজেল ৭৩.০৩ টাকা,

লখনউ- পেট্রোল ৮১.৮৫ টাকা, ডিজেল ৭২.৭৭ টাকা,

পটনা- পেট্রোল ৮৪.১৩ টাকা, ডিজেল ৭৭.৮৭ টাকা,

জয়পুর – পেট্রোল ৮৮.৭৩ টাকা, ডিজেল ৮১.৫৩ টাকা।

Related Articles