২০২০ সালে গভীর মহামারী সময় থেকেই গোটা দেশে বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প শুরু করেছিল কেন্দ্র। এই সিদ্ধান্তে যে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন তা বলার অপেক্ষায় রাখে না। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারও যে সুবিধা দিচ্ছিল তার পরিবর্তন আনছে। আর সম্প্রতি রাজ্য সরকার রেশন কার্ড ধারীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যার জেরে বর্তমানে অনেকে আগের থেকে কম রেশন পাবেন।
এই মুহূর্তে রেশন কার্ডের নিয়ম পরিবর্তন করার সময়ে সরকার বরাদ্দ চালের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে যার ফলে এবার থেকে রাজ্যবাসীরা এক কেজি কম চাল পাবে। জানা যাচ্ছে এই সিদ্ধান্ত তেলেঙ্গানা রাজ্যবাসীদের জন্য, অর্থাৎ তেলেঙ্গানা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকার বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এখন থেকে চাল বিতরণের পরিমাণ কমানো হয়েছে।
এখানে শেষ নয় আরেকটি রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি নম্বর প্রকাশ করা হয়েছে। আসলে হরিয়ানায় বেশ কিছুদিন নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়া হয়। এই অবস্থায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তাই যাদের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে তাদের জন্য হরিয়ানা সরকার নতুন টোল ফ্রি নম্বর জারি করেছে। ১৯৬৭ ও ১৮০০১৮০২৮৭ এই দুটি নাম্বারে নিজেদের অভিযোগ নথিভুক্ত করা যাবে।
অভিযোগ নথিভুক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সরকার। উল্লেখ্য নতুন বছর কিন্তু নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রও। খাদ্য ভর্তুকের মাধ্যমে যাতে দেশের দরিদ্র মানুষকে খাদ্য নিয়ে চিন্তা করতে না হয় সেই জন্য সরকার ২ লক্ষ কোটি টাকার বেশি ব্যয় করবে বলেই জানা গেছে।