নিউজরাজ্য

‘চিন্তা নেই, দিদি আছে সবাই পাশ’, মাধ্যমিক পরীক্ষার্থীদের মায়েদের ফুর্তি দেখে হতবাক নেটিজেনরা

পরীক্ষা যেমনই হোক, তিনি সবটা দেখে নেবেন! আর এতেই খুশির জোয়ার মাধ্যমিক পরীক্ষার্থীদের মাঝে। এমনকি তাতে যোগ দিয়েছেন অভিভাবকেরাও। ছাত্রজীবনের প্রথম বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক। তাইতো এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করে প্রচুর চিন্তা ও উত্তেজনা। গত শুক্রবার শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা।

বিভিন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে বেশ কঠিন হয়েছিল এবারের প্রশ্নপত্র। তাই চিন্তায় পড়ে গিয়েছে তারা। তবে এই নিয়ে চিন্তা করতে বারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন পরীক্ষা যেমনই হোক সবটা তিনি দেখে নেবেন। আর এই কথা শুনেই খুশির আবহ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মনে।

উত্তর ২৪ পরগণার বারাসাতের কাশিমপুর বালিকা বিদ্যালয়ে এমনই ছবি দেখা গিয়েছে। একজন এই বিষয়ে মন্তব্য করেছেন, ‘পাশে যখন দিদি আছে সবাই পাশ। আজ থেকে ফুল মস্তি পার্টি শুরু।’ এই বিষয়ে আরেক অভিভাবিকা জানিয়েছেন, ‘আজ থেকে আর দেড় মাস পড়তে হবে না। শুধুই হইহুল্লোড় চলবে। এখন থেকে পার্টি শুরু হয়ে গিয়েছে। মেয়েদের আলাদা টিম আমাদের আলাদা টিম।’

অন্যদিকে কেউ কেউ এও বলেছেন, ‘যারা প্রথম দ্বিতীয় হয় তারা কারো সঙ্গে মিশতে পারে না। আমাদের এসব কোনো ব্যাপার নেই। মেয়েরা পাশ করলেই হবে। চাকরি করতে হবে এর কোনো মানে নেই। বিভিন্ন পথ রয়েছে। তাই পিকনিক হবে, মজা হবে, পার্টি হবে।’ এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী পাশ করানোর আশ্বাস দেওয়ার ফলে সকলেই এখন নিশ্চিন্তে আনন্দে মেতে উঠেছেন।