Honda Activa-কে টেক্কা দিতে সস্তায় লঞ্চ হতে চলেছে এই ই-স্কুটার, এক চার্জেই ছুটবে ৩০০ কিমি

বর্তমানে পরিবেশ দূষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন দূষিত কালো ধোয়া পৃথিবীকে ধীরে ধীরে গরম করে তুলছে। তাই পরিবেশের সুস্থতার কথা মাথায় রেখে আমাদের ধীরে ধীরে জীবনযাপনে পরিবর্তন আনতে হচ্ছে। তাই ধীরে ধীরে বাজারে আসতে চলেছে ইলেকট্রিক গাড়ি। এছাড়া যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। আর এই দামের জন্য নাজেহাল সকলে।
আর তাই এবার গাড়ি প্রস্তুতকারী সংস্থা LML তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে চলেছে। চলতি বছরের ডিসেম্বর মাসে লঞ্চ করা হবে এই স্কুটার। এই স্কুটারের ডিজাইন করেছে ইতালির একটি নামকরা কোম্পানি এবং সম্পূর্ণভাবে ভারতে নির্মাণ করা হয়েছে। গাড়িটি প্রস্তুত করা হবে হরিয়ানার বাওয়ালে অবস্থিত একটি প্ল্যান্টে।
স্কুটারের ফিচার সম্বন্ধে কোম্পানি জানিয়েছে, এটিতে থাকবে 4Kw ক্ষমতা সম্পন্ন বৃহৎ ব্যাটারী। এই ব্যাটারির ক্ষমতা যা তাতে স্কুটারটি একবার চার্জ দিলে ৩০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। এছাড়া থাকবে LED ডে-টাইম লাইটের পাশাপাশি 360-ডিগ্রি ক্যামেরা। ক্যামেরাগুলি প্লেনের ব্ল্যাক বক্সের মত কাজ করবে।
সীটে নিচে থাকবে দু’টি ফুলফেস হেলমেট রাখার মত জায়গা। সংস্থা তার অফিশিয়াল ওয়েবসাইটে এই স্কুটারের বুকিং শুরু করেছে। আপনি চাইলে কম দামের মধ্যে এই স্কুটার ক্রয় করতে পারেন৷ তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ইলেকট্রনিক স্কুটার বুকিং করতে এক পয়সা খরচ করতে হবে না৷