ব্যাটারির পাশাপাশি চলবে পেট্রোলেও, বাজার কাঁপাতে আসতে চলেছে ভারতের প্রথম হাইব্রিড স্কুটার, চমকে দেবে লুকস ও ফিচার

Advertisement

খুব শীঘ্রই এবার বাজারে আসতে চলেছে পেট্রোল এবং ব্যাটারী উভয়চালিত হাইব্রিড স্কুটার। ‘হিরো’ সংস্থার তরফ থেকে দুর্দান্ত ফিচারের এই স্কুটার আনা হতে চলেছে। বর্তমান সময়ে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কথা আমাদের কারোরই অজানা নয়। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত সাধারণ মানুষের জীবন। এছাড়া পরিবেশ দূষণের দিকতো রয়েছেই।

Advertisements

সবমিলিয়ে ই-স্কুটারের দিকে বেশি আগ্রহ দেখিয়েছেন গ্রাহকেরা। শুধুমাত্র স্কুটারই নয় ইতিমধ্যে চারচাকা গাড়িও এসে গিয়েছে বাজারে। আসলে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি এরকম যানবাহন নিয়ে এসেছে। তবে ব্যাটারীচালিত স্কুটারের একটা সমস্যা হলো যে এসব স্কুটারে মাইলেজ খুব বেশি থাকে না।

Advertisements

তাইতো অনেক সময় ব্যাটারীচালিত স্কুটার কেনার কথা ভেবেও পিছিয়ে আসেন গ্রাহকেরা। তবে আর চিন্তা নেই, কারণ খুব শীঘ্রই হাইব্রিড স্কুটার আনছে হিরো। যেখানে শুধু ব্যাটারী নয় পেট্রোলেও চলবে সেটি। এই স্কুটারে থাকবে ১২৪ cc এর একটি শক্তিশালী ইঞ্জিন। সাথে পেয়ে যাবেন ৮ কিলোওয়াট এর থাই ম্যাগনেট এসি মোটর। সংস্থার তরফ থেকে জানা গিয়েছে এটি ১০০ kmph গতিতে ছুটবে।

সংস্থার পক্ষ থেকে এই গাড়ির নাম দেওয়া হয়েছে ‘Leap Hybrid SES’। অন্যান্য ফিচার দেখতে গেলে এতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, স্ট্যান্ড এলার্ম, লো ব্যাটারী ইন্ডিকেটর, অ্যান্টি থেফট অ্যালার্ম’এর মতোন একাধিক সুবিধা। জানা গিয়েছে, স্কুটারের দাম রাখা হবে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৪০ হাজারের মধ্যেই। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি।

Related Articles