দেশনিউজ

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা, বিক্ষোভে ফেটে পড়লেন আসাদুদ্দিন ওয়েইসি

Advertisement
Advertisement

২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয় অযোধ্যায় বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি হবে। বহু বছরের প্রতীক্ষা শেষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সম্পন্ন হল রাম মন্দিরের ভূমি পুজো। কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্ট রায় দিলেও তা মানতে নারাজ এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি। অযোধ্যার ওই জমিতে রাম মন্দির কিছুতেই মানতে পারছে না তিনি।

এদিন ভূমি পুজোর পর সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসির সাফ দাবি, ‘ আজ হিন্দুত্বের কাছে ধর্মনিরপক্ষতা পরাজিত হল। এটা ধর্মনিরপেক্ষতার হার, হিন্দুত্বের জয়। প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিত্তি স্থাপন করে নিজের পদের গরিমা লঙ্ঘন করেছেন। আজ হিন্দুত্বের কাছে ধর্মনিরপক্ষতা পরাজিত হল’।

ওয়েইসির আরও হুঁশিয়ারি, ‘ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। প্রধানমন্ত্রী মন্দিরের অনুষ্ঠানে গিয়ে ধর্মনিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন। প্রধানমন্ত্রী বলছেন তিনি আজ আবেগপ্রবণ। আরে আজ আমিও আবেগপ্রবণ। মাননীয় প্রধানমন্ত্রী আমিও আজ আবেগপ্রবণ কারণ, ওই জায়গায় ৪৫০ বছর ধরে বাবরি মসজিদ দাঁড়িয়ে ছিল’।

প্রসঙ্গ,আজ মোদী-ভাগবতের উপস্থিতিতে অযোধ্যায় সম্পূর্ণ হল ভূমি পুজো। রামনগরীতে উৎসবের মেজাজ। এদিন অযোধ্যা রাম মন্দিরের ভূমি পুজো উদযাপন উনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা মোদী সহ ১৭৫ জন। মূল মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবত, রামমন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস, উত্তরপ্রদেশের রাজ্যপাল অনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles