নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

ভারতীয় জাহাজের ধাক্কা, কলকাতার মাঝ গঙ্গায় তলিয়ে গেল বাংলাদেশি জাহাজ!

ভারতীয় জাহাজের ধাক্কায় মাঝ গঙ্গায় তলিয়ে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি মমতাময়ী মা’। সূত্রের খবর, আজ বজবজ থেকে ফ্লাই অ্যাশ বোঝায় করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি মমতাময়ী মা জাহাজটি। আজ সকালে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার কাছে আক্রা এলাকার

Published By: Sangbad Safar Desk | Updated:

ভারতীয় জাহাজের ধাক্কায় মাঝ গঙ্গায় তলিয়ে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি মমতাময়ী মা’। সূত্রের খবর, আজ বজবজ থেকে ফ্লাই অ্যাশ বোঝায় করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি মমতাময়ী মা জাহাজটি। আজ সকালে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার কাছে আক্রা এলাকার গঙ্গায় অন্য একটি জাহাজ ‘এমভি মমতাময়ী মা’ জাহাজটিকে ওভারটেক করতে যায়। এই সময় দুটি জাহাজ খুব কাছাকাছি চলে আসায় পেছনে থাকা জাহাজটি ‘এমভি মমতাময়ী মা’ জাহাজের মাঝ বরাবর জোরে ধাক্কা খায়।

আপনার জন্য নির্বাচিত

জোরে ধাক্কা লাগায় পণ্যবাহী জাহাজটির মাঝের অংশে বড়সড় ক্ষতি হয়। সেখান দিয়ে খুবই দ্রুত জল ঢুকতে থাকে জাহাজের মধ্যে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় জাহাজে থাকা সমস্ত ফ্লাই অ্যাশ অন্য একটি জাহাজে সরিয়ে ফেলেন ও জাহাজে থাকা ১৩ জন কর্মীকে উদ্ধার করেন। তারপর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জলের নীচে তলিয়ে যায় সম্পূর্ণ জাহাজটি।

‘এমভি মমতাময়ী মা’ জাহাজের মাস্টার জানিয়েছেন, যে জাহাজটি তাদের জাহাজটিকে ধাক্কা মেরেছে সেটা কলকাতা পোর্ট টুরিস্টের জাহাজ।