Advertisements

কোলকাতা সহ গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

Advertisements

দেবপ্রিয়া সরকার : আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে, এমনটাই জানালা আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতেই বৃষ্টি হবে রাজ্যজুড়ে। উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারের বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বুধ-বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে।

এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম। গত ২৪ ঘণ্টায় কোনরকম বৃষ্টি হয়নি শহরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৭ শতাংশ।

Related Articles