কলকাতানিউজ

বাড়বে তাপমাত্রা, বিদায় নেবে শীত, দিনক্ষণ জানালো হাওয়া অফিস

Advertisement
Advertisement

রাজ্যজুড়ে শীতের দাপট অব্যাহত। গত এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ২৪ ঘন্টা এই দাপট অব্যাহত থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ উর্ধ্বে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ কিছুটা কমবে, যার পরিমাণ ৪-৫ ডিগ্রি হতে পারে। মঙ্গলবার ও বুধবার সকালে কুয়াশা থাকলেও, বাকি সময় আকাশ পরিষ্কার থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি এই রাজ্যগুলিতে অতি ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।

আজ শহর কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

উল্লেখ্য, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছিল ১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত থাকবে।

Related Articles